• ফ্ল্যাট কিনতে গিয়ে ঝুঁকির মুখে ইউনিয়ন ইন্স্যুরেন্সের রিজার্ভ

    আদম মালেক | ১৫ ডিসেম্বর ২০২০ | ৫:০৮ অপরাহ্ণ

    ফ্ল্যাট কিনতে গিয়ে ঝুঁকির মুখে ইউনিয়ন ইন্স্যুরেন্সের রিজার্ভ
    apps

    চড়াদামে ফ্ল্যাট কিনতে তোড়জোড় শুরু করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এতে কোম্পানির দায় বেড়ে বিনিয়োগযোগ্য অর্থের চারগুণ হবে। আর সত্যি সত্যি ফ্ল্যাটটি কেনা হলে ইউনিয়ন ইন্স্যুরেন্সের রিজার্ভ ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

    আইডিআরএ সূত্র জানায়, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকার পল্টনে গাজী গোলাম দস্তগীর রোডে ডিআর টাওয়ারের ১৬তলায় ১২ হাজার ৭৮৮ বর্গফুট আয়তনের ফ্ল্যাট কিনতে চায়। প্রতি বর্গফুটের মূল্য ১৫ হাজার হিসাবে প্রস্তাবিত ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় ২০ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৮শ টাকা। আর কোম্পানির বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ ২০ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩শ টাকা। ফ্ল্যাটের মূল্য পরিশোধের পর কোম্পানির বিনিয়োগযোগ্য অর্থ অবশিষ্ট থাকে মাত্র ২০ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকা। অথচ গ্রাহকদের কাছে কোম্পানির দায়ের পরিমাণ ৮০ লাখ টাকা, যা বিনিয়োগযোগ্য অর্থের প্রায় ৪গুণ। এ অবস্থায় ফ্ল্যাট ক্রয়ে প্রশ্নবিদ্ধ কোম্পানির সক্ষমতা। ক্ষতিগ্রস্ত হতে পারে রিজার্ভ।

    Progoti-Insurance-AAA.jpg

    এ সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি ব্যস্ত, এখন নয় পরে।

    আইডিআরএ সূত্র জানায়, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমাকারীরর ভ‚মি/দালান ক্রয়-বিক্রয়ের অনুমোদনের চেক লিস্ট অনুযায়ী ফ্ল্যাট কিনতে চায়। ফ্ল্যাট ক্রয়ে আইডিআরএ বরাবর আবেদনও করে কোম্পানিটি। কিন্তু কোম্পানির সক্ষমতার ব্যাপারে সন্দিহান আইডিআরএ। এজন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা যাচাইয়ে প্রস্তাবিত ফ্লোর ক্রয়ের ক্ষেত্রে বীমা প্রবিধিমালা-২০১৯ যথাযথভাবে পালন করা হবে মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা চেয়ে চিঠি পাঠায় আইডিআরএ। চিঠিতে ফ্ল্যাট ক্রয়ের সমুদয় অর্থ কিস্তিতে পরিশোধ সংক্রান্ত চুক্তিপত্রের সত্যায়িত অনুলিপি প্রেরণের জন্য বলা হয়। ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনসহ বীমা প্রবিধানমালা-২০১৯ অনুযায়ী ইউনিয়ন ইন্স্যুরেন্সের সম্পদ বিবরণী দাখিলের জন্যও পত্র মারফত তাগিদ দেয়া হয়।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি