• বকেয়া বেতন-ভাতা পরিশোধে বিআরটিসিকে ৮ কোটি টাকা ঋণ

    বিবিএ নিউজ.নেট | ০৫ মে ২০২১ | ১১:৪৫ পূর্বাহ্ণ

    বকেয়া বেতন-ভাতা পরিশোধে বিআরটিসিকে ৮ কোটি টাকা ঋণ
    apps

    বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) শর্তসাপেক্ষে আট কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেওয়া হয়েছে।

    বিআরটিসিকে এই ঋণের টাকা আগামী দুই বছরের মধ্যে দুই কিস্তিতে পরিশোধ করতে হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    গত ৪ মে অর্থবিভাগে বিআরটিসির চেয়ারম্যানের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে গত বছর বিআরটিসিকে একই শর্তে চার কোটি টাকা ঋণ দিয়েছিল অর্থ বিভাগ।

    ঋণের শর্তে বলা হয়েছে, বরাদ্দ অর্থ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ পরিশোধ ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। এই টাকা সরকারি ঋণ হিসেবে গণ্য হবে। ঋণচুক্তি স্বাক্ষরের পরবর্তী দুই বছরে বার্ষিক সমান কিস্তিতে ঋণের অর্থ পরিশোধযোগ্য হবে। বরাদ্দ অর্থ চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের সংশ্লিষ্ট কোডে প্রতিফলিত করতে হবে।


    অর্থ বিভাগেকে এই ঋণ ২০২২ সালে মে মাসে চার কোটি টাকা এবং ২০২৩ সালের মে মাসে বাকি চার কোটি টাকা পরিশোধ করবে বিআরটিসি।

    জানা যায়, বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটভুক্ত ‘আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত সংস্থার জন্য ঋণ’ কোড থেকে শর্তসাপেক্ষে আট কোটি টাকা সুদমুক্ত ঋণের সম্মতি দেওয়া হয়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি