বিবিএনিউজ.নেট | ০২ মার্চ ২০২০ | ৪:০৩ অপরাহ্ণ
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় বগুড়া সেনানিবাসের অফিসার, সৈনিক ও তাদের পরিবারবর্গ ও সর্বসাধারণের জন্য দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হিমেল স্পন্দনে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম এসইউপি-এডব্লিউসি-পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুন অর রশীদ। আরো উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেলসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সৈনিকদের পরিবারবর্গ এবং পপুলার লাইফের উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা।
বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed