বিবিএনিউজ.নেট | ১৩ ডিসেম্বর ২০২০ | ২:৪০ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, সম্প্রতি ইউনেস্কোর ২১০তম নির্বাহী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থনীতিতে যুবকদের অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।
ইউনেস্কোর নির্বাহী বোর্ডসভা দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা ২-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মুজিব বর্ষ পালনের উদ্যোগ নেয় ইউনেস্কো।
বাংলাদেশ সময়: ২:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed