বিবিএনিউজ.নেট | শনিবার, ৩১ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 527 বার পঠিত
১৯৭১ সালের আগে পাকিস্তান সরকারের আমলে পূর্ব পাকিস্তান থেকে কোনো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি দেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, যদি তার নেতৃত্বে বাংলাদেশ না পেতাম, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যদি বাংলাদেশ না পেতাম আমরা কেউ ব্যাংক, বীমা সেক্টরের এমডি, চেয়ারম্যান হতে পারতাম না। আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। স্বাধীনতার আগে মরহুম খোদা বকস, আলী হোসাইনসহ যারা বীমা সেক্টরের সর্বোচ্চ স্থানে কাজ করতো তারা জেনারেল ম্যানেজার ছিলেন। তখন এমডিরা বসতেন পূর্ব পাকিস্তানে।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পুরা পরিবারকে হত্যা করার পরেও খুনি মোশতাকের পেতাত্মারা আবারো ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে জননেত্রী শেখ হাসিনার ওপর। তাই আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর পরিবার এখনো নিরাপদ নয়।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. সেলিনা আফরোজ, আইডিআরএর সদস্য গকুল চাঁদ দাস প্রমুখ।
Posted ৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed