• বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লী‌গের নতুন কমিটির শ্রদ্ধা

    বিবিএনিউজ.নেট | ২৮ ডিসেম্বর ২০১৯ | ১:৩০ অপরাহ্ণ

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লী‌গের নতুন কমিটির শ্রদ্ধা
    apps

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছে আওয়ামী লী‌গের নবগ‌ঠিত ক‌মি‌টি। দলের সভাপ‌তি শেখ হা‌সিনার নেতৃত্বে আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে বঙ্গবন্ধু জাদুঘরের সাম‌নে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

    এ সময় আওয়ামী লী‌গের নতুন কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন।

    Progoti-Insurance-AAA.jpg

    প্রথমে প্রধানমন্ত্রী হি‌সে‌বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন শেখ হা‌সিনা। প‌রে আওয়ামী লী‌গের প্রধান হি‌সে‌বে নবনির্বাচিত কমিটির সদস্য‌দের নি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন তিনি।

    এ সময় আওয়ামী লী‌গের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হো‌সেন আমু, তোফা‌য়েল আহ‌মেদ, মোজাফফর হো‌সেন পল্টু, শেখ ফজলুল ক‌রিম সে‌লিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হো‌সেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও প‌রি‌বেশ সম্পাদক দে‌লোয়ার হো‌সেন, কৃ‌ষি বিষয়ক সম্পাদক ফ‌রিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক সা‌য়েম খানসহ মন্ত্রিপ‌রিষ‌দের সদস্যগণ ও আওয়ামী লী‌গের সি‌নিয়র নেতারা উপস্থিত ছিলেন।


    উল্লেখ্য, গত ২০-২১ ডি‌সেম্বর দু‌ই দিনব্যা‌পী আওয়ামী লী‌গের কাউন্সিল অনু‌ষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্য‌মে দলের ৪২ সদস্যের ক‌মি‌টি ঘোষণা ক‌রেন সভাপ‌তি শেখ হা‌সিনা। গত ২৬ ডি‌সেম্বর আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়া‌ম সভায় ৮১ সদস্য বিশিষ্ট ক‌মিটির মধ্যে সাত জ‌নের নাম বা‌কি রে‌খে ক‌মি‌টির অন্য‌দের নাম ঘোষণা ক‌রেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি