• বঙ্গবন্ধু ছিলেন বীমা পরিবারের সদস্য আমাদের গর্ব : শেখ কবির হোসেন

    বিবিএনিউজ.নেট | ৩১ আগস্ট ২০১৯ | ২:৪৩ অপরাহ্ণ

    বঙ্গবন্ধু ছিলেন বীমা পরিবারের সদস্য আমাদের গর্ব : শেখ কবির হোসেন
    apps

    বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বীমা পরিবারের সদস্য- এটা আমাদের গর্ব। বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর কারণেই আজ বাঙালিরা এতো ব্যাংক-বীমার মালিক হয়েছেন।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদশ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিআইএ অনুষ্ঠানটি আয়োজন করে।

    Progoti-Insurance-AAA.jpg

    বিআইএ প্রেসিডেন্ট বলেন, জিডিপির প্রবৃদ্ধি এখন ৮ শতাংশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামীতে এই প্রবৃদ্ধি ১২ শতাংশে চলে যাবে। বাংলাদেশের এই অগ্রগতি অনেক রাষ্ট্র পছন্দ করছে না। দেশের ভেতরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরাও এটা পছন্দ করছে না। তাই প্রধানমন্ত্রীর জীবনের ওপর বিরাট হুমকি।

    শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু বাঙালিদের খুব ভালোবাসতেন। তিনি বলতেন, বাঙালিরা আমাকে কখনো মারবে না। আসলে বঙ্গবন্ধুকে বাঙালিরা মারেনি। তাকে মেরেছে পাকিস্তানের প্রেতাত্মা ও আমেরিকার এজেন্টরা। বঙ্গবন্ধু বিশ্বনেতা হবেন ভেবেই তারা এ নৃশংস হত্যাকাÐ চালিয়েছে।


    তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু এই হত্যাকাÐের পেছনে যারা জড়িত তাদের বিচার হয়নি। এখন তাদের বিচার হওয়া উচিত। প্রয়োজনে মরণোত্তর বিচার হবে। কমিশন গঠন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

    আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। গেস্ট অব অনার ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

    এ ছাড়াও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. সেলিনা আফরোজা, আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, সাধারণ বীমা করপোরেশনের মুখ্য নির্বাহী সৈয়দ শাহরিয়ার আহসান, পপুলার লাইফের মুখ্য নির্বাহী ও বিআইএফের সভাপতি বিএম ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি