অর্থনীতি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:৩৪ অপরাহ্ণ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আরো ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিটিআরসি দেশের সবক’টি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠানো হয়।
শীর্ষস্থানীয় আইআইজির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এরই মধ্যে বিটিআরসির নির্দেশনা কার্যকর (পর্নো সাইট বন্ধ) করতে শুরু করেছে আইআইজিগুলো। এ বিষয়ে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘পর্নো সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে।’
এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট (ডোমেইন ও লিংক) আইআইজির সহায়তায় বন্ধ করার নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |