বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 441 বার পঠিত
উইমেনস্ ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) ঢাকা বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত বছরের কর্মকাণ্ড সদস্যদের সামনে উপস্থাপন করা হয় ও বাংলাক্রাফটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২০২১ এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার প্রদান করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম আহসান, সহ-সভাপতি শাহিদ হোসেন শামীম ও মিসেস রাজিয়া সুলতানা, কোষাধ্যক্ষ এবিএম হেলাল।
তাদের নেতৃত্বে ২০১৯-২০২১ সালের জন্য সমিতির ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন সানাউল হক বাবুল, মিঞা ফয়সাল হাসান, সোহেলী নাজনীন রুবা, মোহাম্মদ আবু কাওছার, দোলন চন্দ্র দাস, মিসেস ফওজিয়া আমিন নীনা, নাসিমা আকতার নীলা, পিযুস ভদ্র, মো. খায়রুল আলম, মাঈন উদ্দিন, তাফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম সেলিম, সানোয়ারা খাতুন এবং এসইউ হায়দার।
Posted ২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed