বেনাপোল প্রতিনিধি | ২৭ ডিসেম্বর ২০১৮ | ২:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশের ব্যাংকিং জগতের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২০৩ তম শাখা বন্দর নগরী বেনাপোল বাজার রহমান চেম্বারে আজ বুধবার সকালে শুভ উদ্বোধন হয়েছে।
বেনাপোল শাখার শুভ উদ্বোধন করেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর চৌধুরী মোস্তাক আহম্মেদ।
বেনাপোল শাখার ম্যানেজার আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংক খুলনা অঞ্চালের আঞ্চলিক প্রধান রাজেনুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যশোরের বিশিষ্ট ব্যাবসায়ী কাসেদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বেনাপোল বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
bankbimaarthonity.com | faroque