বিবিএনিউজ.নেট | ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) মঙ্গলবার বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম (স্মার্ট টেলার মেশিন) চালু করেছে।
ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি প্রধান অতিথি হিসেবে এসটিএমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন. সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসটিএমের মাধ্যমে সরাসরি ব্যাংকে না গিয়ে, কোনো লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়া যাবে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রিন্ট, চেকবই রিকুইজিশনসহ অন্যান্য ব্যাংকিংসেবা।
বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed