• বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    | ২৬ ডিসেম্বর ২০১৯ | ৫:০৯ পূর্বাহ্ণ

    বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    apps

    বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা ২৪ ডিসেম্বর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

    সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০১৮ সালে ৮৪ হাজার ৭৫৪ মিলিয়ন টাকা, যা আগের বছর ছিল ৭৭ হাজার ৩১৮ মিলিয়ন টাক। বেসরকারি জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৮ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৪৩৪ মিলিয়ন টাকা, যা আগের বছর ছিল ২ লাখ ৮১ হাজার ৭০৩ মিলিয়ন টাকা। বেসরকারি জীবন বীমা খাতে ২০১৭ সালের বিনিয়োগ ২ লাখ ৫৫ হাজার ২৬২ মিলিয়ন থেকে বেড়ে ২০১৮ সালে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৪৭ মিলিয়ন টাকা। বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানির মোট সম্পদ ২০১৭ সালে ৩ লাখ ৪৬ হাজার ৫২১ মিলিয়ন থেকে বেড়ে ২০১৮ সালে ৩ লাখ ৬৩ হাজার ৯৪২ মিলিয়নে উন্নীত হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৭ সালে ছিল ২৬ হাজার ৬৯৪ মিলিয়ন টাকা, যা বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে দাঁড়ায় ৩০ হাজার ৩৪৭ মিলিয়ন টাকা। আয় বৃদ্ধির পরিমাণ ১৩.৬৮ শতাংশ।
    নন-লাইফ বীমা কোম্পানির ২০১৭ সালের সম্পদের পরিমাণ ৭৫ হাজার ৪৯৫ মিলিয়ন থেকে ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় ৭৯ হাজার ৭৭৪ মিলিয়ন টাকা। নন-লাইফ বীমা খাতে ২০১৭ সালের বিনিয়োগ ৩৮ হাজার ৬৩৫ মিলিয়ন থেকে ২০১৮ সালে কমে হয়েছে ৩৮ হাজার ৩৬ মিলিয়ন টাকা।

    সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, নির্বাহী সদস্য- মোজাফফর হোসেন পল্টু, আলহাজ মো. নজরুল ইসলাম, সৈয়দ বদরুল আলম, আলহাজ মো. ইসমাইল নওয়াব, পিকে রায় এফসিএ, জামাল মোহাম্মদ আবু নাসের, ফারজানা চৌধুরী, মো. জালালুল আজিম, মো. ইমাম শাহীন, এমএম মনিরুল আলম, আবিদা রহমান ও মো. শামসুল আলম।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি