বিবিএনিউজ.নেট | ২৭ মে ২০১৯ | ৩:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে বিসিবিএলএর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জীবন বীমা-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক খান এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজা উল করিম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোর্শেদ আলম সিদ্দিকী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed