বিবিএনিউজ.নেট | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 996 বার পঠিত
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে ইপিএস হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৯ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘ মেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানিটির ব্যবস্থাপনা প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানির বার্ষিক ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৫ পয়সা। ২০১৬ হিসাব বছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা। সে বছর প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা।
ডিএসইতে শুক্রবার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। সমাপনী দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ৫০ পয়সা ও ৩২ টাকা ৪০ পয়সা।
Posted ১২:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed