| ৩০ এপ্রিল ২০২৩ | ৩:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
এ সময় কোম্পানির পরিচালকবৃন্দসহ উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মুন্সী আবু নাইম এসিএস।
সমাপ্ত অর্থবছরে ব্যবসায়িক পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | rina sristy