বিবিএ নিউজ.নেট | ১০ জুলাই ২০২১ | ১২:৩৫ অপরাহ্ণ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সম্প্রতি ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় বিজিএমইএ সভাপতির সঙ্গে সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক তানভির আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিনসহ বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বৃদ্ধির অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি। এ সময় তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কিছু অব্যবস্থাজনিত সমস্যার কারণে বর্তমানে পোশাক শিল্পের আমদানি ও রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে কার্গো ভিলেজে পশ্চিমা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেক্টর স্ক্যানার) মেশিন না থাকা, বিমানবন্দর থেকে পণ্য নামানোর পর পণ্যগুলো খোলা আকাশের নিচে রাখা, ক্যানোপিতে আমদানীকৃত পণ্য বিশৃঙ্খলভাবে রাখা ও পণ্যের কোনো মার্কিং না থাকা, ডকুমেন্ট অনুযায়ী পণ্য খুঁজে না পাওয়ার মতো সমস্যা মোকাবেলা করছেন উদ্যোক্তারা। এজন্য পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম সাবলীল রাখতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, তৈরি পোশাকের রফতানি বাড়ছে, সেজন্য কার্গো হ্যান্ডলিংয়ে কিছু সমস্যা হচ্ছে। তবে বিমান কার্গো হ্যান্ডলিংয়ে সেবার মান বৃদ্ধির জন্য সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল সম্প্রসারণের কাজ চলছে, যা আগামী দুই বছরের মধ্যে সমাপ্ত হবে। এটি সমাপ্ত হলে কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাপনা আরো উন্নত হবে। তবে অন্তর্র্বতীকালীন সময়ের জন্য কার্গো হ্যান্ডলিংয়ে সেবার মান বৃদ্ধির বিষয়ে আরো কিছু পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy