• বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা

    নিজস্ব প্রতিবেদক | ২২ মে ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

    বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা
    apps

    বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন লেখক, বক্তা ও সংগঠক নাজমুল হুদা। রোববার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতিপূর্বক ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টে (বিআরপিডি) পদায়ন করা হয়।

    নাজমুল হুদা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন থেকে উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সহকারী পরিচালক পদে যোগ দেন কেন্দ্রীয় ব্যাংকে। চাকরিরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। এ ছাড়াও দেশে বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

    Progoti-Insurance-AAA.jpg

    পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি, গবেষণা ও বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল হুদা। দুটি সম্পাদনাসহ এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সাংস্কৃতিক সচিব, মিরপুর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক সাহিত্য সংগঠন অধিকোষের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১২:১২ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি