নিজস্ব প্রতিবেদক | ২০ জুন ২০২২ | ৭:১২ অপরাহ্ণ
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে পাশেই স্ট্যান্ডবাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মতিঝিল টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ শুরু করে।
পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৭:১২ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy