বিবিএনিউজ.নেট | শনিবার, ১০ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 383 বার পঠিত
তৈরি পোশাক শিল্পের ভবন সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত নতুন প্রজেক্ট প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রিট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দ্য বাংলাদেশী রেডিমেড গার্মেন্টস সেক্টর প্রজেক্টের (এসআরইইউপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংক এশিয়া।
এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়া রফতানিমুখী তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোর পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে রেয়াতি সুদে অর্থায়ন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবদুল মান্নান এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এক্সপোর্ট ফিন্যান্স এসএম ইকবাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Posted ১:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed