বিবিএ নিউজ.নেট | ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ৭:৩২ অপরাহ্ণ
বাতিল হতে পারে পুঁজিবাজারে ব্যবসায়রত তিনটি মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স।
প্রতিষ্ঠানগুলো হলো- বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ও পিএলএফএস ইনভেস্টমেন্ট। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠান তিনটিতে মূলধন ঘাটতি থাকলেও তা পূরণ না করায় এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তবে মূলধন ঘাটতি মেটানোর জন্য কিছুটা সময়ও দেওয়া হয়েছে ওই তিন মার্চেন্ট ব্যাংককে। এরজন্য আগামী ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত সময় পেয়েছে তারা।
শুধু মূলধন ঘাটতি নয়, আইপিওতে প্রাতিষ্ঠানিক কোটা সুবিধা নেওয়ার ক্ষেত্রেও আইন লংঘন করেছে মার্চেন্ট ব্যাংক তিনটি। কোটা সুবিধায় নানা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠান তিনটির কোটা সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy