শনিবার ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বার্জার পেইন্টসের স্বতন্ত্র পরিচালক পারভিন মাহমুদ

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ০১ জুন ২০১৯   |   প্রিন্ট   |   801 বার পঠিত

বার্জার পেইন্টসের স্বতন্ত্র পরিচালক পারভিন মাহমুদ

স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি সদস্য হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদান করলেন পারভিন মাহমুদ।

সফল ক্যারিয়ারে পারভিন মাহমুদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট এবং এ প্রতিষ্ঠানের কাউন্সিল সদস্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্র্যাক, অ্যাকশনএইড, সিপিডি, পিকেএসএফ, মাইডাস, ইউসেপ, ঘাসফুল, গ্রামীণফোন, লিন্ডে বাংলাদেশ, শাশা ডেনিমসহ বহু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। নারীর ক্ষমতায়নে অবদানের জন্য ২০০৬ সালে বেগম রোকেয়া পদক অর্জন করেন পারভিন মাহমুদ। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। হিসাব পেশাজীবী এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে তার দুই দশকেরও বেশি সমৃদ্ধ কর্মজীবন বার্জার পেইন্টসকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ব্যাংকার আনিস এ খান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ খান বার্জার পেইন্টসের অন্য দুই স্বতন্ত্র পরিচালক।

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত