নিজস্ব প্রতিবেদক | ১৮ মে ২০২১ | ৩:২৫ অপরাহ্ণ
চলমান ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তির (এপিএ) লক্ষ্যমাত্রা অর্জনে বঙ্গবন্ধু শিক্ষা বীমা বাস্তবায়ন ও কার্যক্রম জোরদার করতে কর্মশালার আয়োজন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ প্রসঙ্গে গত ১৭ মে কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন) মো: শাহ আলম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনা ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ সূত্র।
সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বীমা খাতের ভূমিকা রয়েছে। তাই সে লক্ষ্যমাত্রা অর্জনের কার্যক্রম জোরদার করতে আগামী ২০ মে সকাল সাড়ে ১১ টা থেকে কর্মশালাটি শুরু হবে। চলমান করোনা মহামারীর প্রতি লক্ষ্য রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আইডিআরএ’র সভাকক্ষ-১ থেকে ভার্চুয়াল কর্মশালাটি শুরু হয়ে দুপুড় আড়াইটা পর্যন্ত চলবে। এ সময় কর্তৃপক্ষের সকল কর্মকর্তাকে উপস্থিত থাকতে ওই নির্দেশনায় বলা হয়েছে।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন (অ্যাকচুয়ারি)। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা কোম্পানিগুলোর কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy