বিবিএনিউজ.নেট | ২১ জুলাই ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ
১২ জুলাই অনুষ্ঠিত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় অনিয়ম বিষয়ে একজন শেয়ারহোল্ডারের অভিযোগ সম্পর্কে ৭ দিনের মধ্যে তথ্য চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খালেদ মামুনকে উক্ত অভিযোগ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পরবর্তী ৭ দিনের মধ্যে বিআইএ কার্যালয়ে প্রেরণ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার আগের রাতে কয়েকজন শেয়ারহোল্ডারের প্রশ্ন-উত্তর ছাড়া এজিএমের দিন কোনো শেয়ারহোল্ডারের প্রশ্ন গ্রহণ এবং প্রশ্নের জবাব না দেয়াসহ লিখিত বেশ কয়েকটি অভিযোগের সুরাহা চেয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে চিঠি প্রেরণ করেন মোহাম্মাদ মুনীরুজ্জামান নামে এক বিনিয়োগকারী।
এর পরিপ্রেক্ষিতে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে চিঠি (যার সূত্র: বিআইএ-৩(৯১)/২০২০-১৬০, তারিখ : জুলাই ২১, ২০২০) ইস্যু করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed