বিবিএনিউজ.নেট | ২৩ ডিসেম্বর ২০২০ | ১০:৪১ পূর্বাহ্ণ
বৈশ্বিক মহামারী করোনার আঘাতে বিশ্ব অর্থনীতির মতো বাংলাদেশের অর্থনীতিতেও সংকট উত্তরণে সরকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তবে কোনোটাই শতভাগ বাস্তবায়ন হয়নি। চলতি ডিসেম্বর মাসে এসব প্যাকেজের ৯০ শতাংশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, চলতি ডিসেম্বরের মধ্যেই ৯০ শতাংশ প্রণোদনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাস্তবে সেটি কতটা সম্ভব তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আয়োজিত এ বিষয়ক তিনটি সিরিজ বৈঠকে নীতিনির্ধারণী মহল, দাতা সংস্থা, অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ী নেতাদের কাছ থেকে ১৩ দফা সুপারিশ পাওয়া গেছে। পাশাপাশি চিহ্নিত হয়েছে প্রণোদনার সুষ্ঠু বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আস্থাহীনতাসহ বেশ কয়েকটি বড় বাধা।
সূত্র মতে, প্যাকেজগুলো মূলত দু’ভাবে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমত. বাজেট বরাদ্দ থেকে। দ্বিতীয়ত. বিশেষ বরাদ্দ থেকে। ২১ প্যাকেজের ১৪টির ক্ষেত্রেই সরকার বাজেট বরাদ্দ থেকে অর্থ ব্যবহার করেছে। এতে ৩৩ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি ৭টি বাস্তবায়ন হয় ব্যাংক-ব্যবস্থা থেকে। প্রণোদনা প্যাকেজের ৫৬ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। এখনো ৬৬ হাজার ৬৬৫ কোটি টাকার বিতরণ বাকি।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, তৈরি পোশাক খাতের ৩৫ লাখ শ্রমিকদের বেতন দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা প্রতিষ্ঠানের ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে গত অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ৩৩৮ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (সিএমএমএমই) জন্য ৩০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে গত নভেম্বর পর্যন্ত ৪৯ শতাংশ ঋণ ছাড়ের অনুমোদন হয়েছে। মোট ৬১ হাজার ৯১৩ জন সুবিধাভোগী এসব ঋণ পেয়েছেন। কৃষি খাতে গত নভেম্বর পর্যন্ত ২ হাজার ৬৮০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। বিতরণ হয়েছে ৫১ দশমিক ০৩ শতাংশ। ছোট ব্যবসায়ী ও পেশাজীবী কৃষকদের জন্য ছাড় অনুমোদন হয়েছে ১ হাজার ৮৪২ কোটি টাকা। বিতরণে অগ্রগতি ৩২ শতাংশ। অনেকে মনে করছেন, সরকারের প্রণোদনা প্যাকেজ সময়োপযোগী হলেও এতে বড় উদ্যাক্তাদের ভাগ ছিল বেশি। ব্যাংকগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী নয়। ফলে উদ্যোগ যতই ভালো হোক বাস্তবায়নের ওপরই নির্ভর করছে সাফল্য।
বাংলাদেশ সময়: ১০:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed