
বিবিএনিউজ.নেট | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 536 বার পঠিত
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর উদ্যোগে রাজধানীর আইডিইবি মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ। ফোরামের মহাসচিব মো. ইমাম শাহীনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী ও মো. হেমায়েত উলাহ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. আবদুল খালেক মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি জামাল মোহাম্মদ আবু নাসের, অর্গানাইজিং সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, অফিস সেক্রেটারি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed