
বিবিএনিউজ.নেট | রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 360 বার পঠিত
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক হলেন বাংলদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক ডিরেক্টর জেনারেল অর্থনীতিবিদ অধ্যাপক তৌফিক আহমেদ চৌধুরী। সোমবার তিনি এ পদে যোগদান করেন।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোশাইয়াম গ্রামে জন্ম নেওয়া অধ্যাপক তৌফিক চৌধুরী বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য। এছাড়াও তিনি ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের প্রতিষ্ঠাতা সদস্য।
তৌফিক আহমেদ চৌধুরী জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৯ সালে ছাত্রজীবন শেষ করার পর তিনি ১৯৮১ সালের বিআইবিএমের যোগদান করেন। ৩৯ বছর তিনি বিআইবিএমে যথাক্রমে প্রভাষক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের দায়িত্ব পালনের পর ডিজি হিসেবে দায়িত্ব পালন করে।
তৌফিক আহমেদ চৌধুরী বলেন, এখানে বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের জন্য অনেক কাজ করার সুযোগ রয়েছে। এখন টুকটাক কাজ করছি। দ্রুত ক্লাসরুম এবং অফিস সেটাপ করে মূল কাজে হাত দেবো।
Posted ১২:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed