নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট ২০২১ | ১১:৩৮ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানির ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণে (বিএমআরই) ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগে কোম্পানিটি নিজস্ব সম্পদ এবং ব্যাংক লোন থেকে অর্থায়ন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিএমআরই’র জন্য চীন, জাপান এবং ইউরোপীয় দেশ থেকে অত্যাধুনিক স্পিনিং উৎপাদন সুবিধাসহ বেশিরভাগ যন্ত্রপাতি প্রতিস্থাপন করবে কোম্পানিটি। বিএমআরই বাস্তবায়নের পর লাভজনকতা, সুতার গুণমান, উৎপাদন ক্ষমতা এবং দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য আয় হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan