বিবিএ নিউজ.নেট | ০১ মার্চ ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল ব্যবসা সম্প্রসারণের জন্য বিএম এনার্জি (বিডি) লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস ও পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি প্রতি লিটার এলপিজি ৫০ পয়সায় বিক্রি করবে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৭৩ কোটি ২৯ লাখ টাকা। ২০১৯ সালে কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি। এর মধ্যে ৬০.০৮ শতাংশ পরিচালক, ২৮.১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.০৬ শতাংশ বিদিশি এবং ১০.৭০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বাংলাদেশ সময়: ১২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy