বিবিএনিউজ.নেট | ২২ ডিসেম্বর ২০১৯ | ১১:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক ও দশম বিশেষ সাধারণ সভা ১৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ সভায় সভাপতিত্ব করেন।
সভায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ও সম্মতিক্রমে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের সঙ্গে গ্রুপের অন্য একটি সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেডের একীভূতকরণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক, ইনডিপেনডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিবসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।
সভায় সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ১১:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed