নিজস্ব প্রতিবেদক | ২০ মে ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর নেতৃত্বাধীন নতুন কমিশনের বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১৯ মে) আগারগাঁয়ে অবস্থিত বিএসইসির কার্যালয়ে ডিবিএ প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল এই শুভেচ্ছা বিনিময় করেন।
ডিবিএ থেকে জানানো হয়েছে, নতুন কমিশনের প্রথম বর্ষ অতিক্রম করেছে। এজন্য ডিবিএ পরিচালনা পর্ষদ এবং সব সদস্যদের (স্টক ব্রোকার) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan