৫ম রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • বিএসইসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    বিবিএ নিউজ.নেট | ০১ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

    বিএসইসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
    apps

    পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকদের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ স্বাক্ষরিত হয়েছে। কমিশনের সার্বিক কার্যক্রম পদ্ধতিনির্ভর থেকে ফলাফল নির্ভর করা এবং এ পদ্ধতির মাধ্যমে সার্বিক কর্মসম্পাদনের নিরপেক্ষ ও নৈর্ব্যক্তিক মূল্যায়ন করা সম্ভব হবে। যাতে কমিশনের সকল কার্যক্রম অধিকতর গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহীতাপূর্ণ হবে।

    গত রবিবার বিএসইসির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকদের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
    এতে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে কমিশনের সার্বিক কর্মসম্পাদনের নিরপেক্ষ নৈর্ব্যত্তিক বা সংখ্যাভিত্তিক মূল্যায়ন সম্ভব হবে। ফলে কমিশনের বার্ষিক কর্মসম্পাদন অধিকতর গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহীতাপূর্ণ হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    কমিশনের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সকল কমিশনার, সকল নির্বাহী পরিচালক ও এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সরকারের একটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০১৪-১৫ অর্থ বছর থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসম্পাদন সূচক বাস্তবায়নে সফলভাবে কাজ করছে এবং ধারাবাহিকভাবে কমিশন এপিএ-তে উল্লেখিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।


    ইতোমধ্যে স্বল্পসময়ে এপিএ’র সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে কমিশনের সকল বিভাগকে অধিকতর অবহিতকরণ ও কমিশনের সার্বিক কার্যক্ষমতা উন্নতি সংক্রান্ত ২টি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এ প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে কমিশনার মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন। এ ২টি প্রোগ্রামে কমিশনের সহকারী পরিচালক ও তদূর্ধ্ব সকল কর্মচারীকে এপিএ সম্পর্কে অধিকতর ধারণা দেয়া হয়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি