| রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বর্তমান কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী।
আজ রোববার (১১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, পরিবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র দাখিলের তারিখ (১০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে।
জানা যায়, বর্তমান কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি দৈনন্দিন রুটিন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। তবে, তিনি কোনও পলিসি ডিসিশন নিতে পারবেন না।
এর আগে, গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন।
Posted ৭:১১ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan