নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 284 বার পঠিত
সিজিআইএ বাংলাদেশ নেটওয়ার্ক এর প্রেসিডেন্ট সাইয়িদ মাহমুদ জুবায়ের এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রতিনিধি দল সি জি আই এ পাঠ্যক্রম ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ পুজিবাজার উন্নয়নে সিজিআইএ এর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম, এফ সি এস, ডঃ নিতাই চন্দ্র দেবনাথ এবং সেক্রেটারি জেনারেল ইসমাত জেরিন খান।
চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট এনালিস্ট (সিজিআইএ) ইনস্টিটিউট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের উপর স্বীকৃত একটি আন্তর্জাতিক সংস্থা। যার হেড কোয়ার্টার আমেরিকার নিউইয়র্কে অবস্থিত। প্রতিষ্ঠানটি চাটার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট এনালিস্ট প্রোগ্রাম প্রদান করে।
Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan