বিবিএনিউজ.নেট | ১৫ ডিসেম্বর ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামান। সচিব হিসেবে দুই বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি বিএডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি মাঠ প্রশাসনে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
মো. নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed