বিবিএনিউজ.নেট | ১৩ ডিসেম্বর ২০২০ | ৪:৩৪ অপরাহ্ণ
এবার করোনাভাইরাসের কাছে পরাজয় বরণ করলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক। শুক্রবার ইউরোপের লাটভিয়ায় তিনি মারা গেছেন। লিথুয়ানিয়ান সংবাদ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
কিম কি-দুক স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘সামারিটান গার্ল’, ‘থ্রি-আয়রন’, ‘আরিরাং’, ‘পিয়েতা’, ‘ওয়ান অন ওয়ান’ প্রভৃতি।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিম কি-দুক জিতেছেন বেশিরভাগ নামকরা পুরস্কার। এরমধ্যে রয়েছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভেনিস ফিল্ম ফেস্টিভাল এবং কান ফিল্ম ফেস্টিভাল। এসব উৎসব থেকে তিনি একাধিকবার পুরস্কার জিতে নেন তার নির্মাণ দিয়ে।
১৯৯৬ সালে ‘ক্রোকোডাইল’ ছবির মাধ্যমে অভিষেক হয় কিম কি-দুকের। ২০০১ সালে ‘দ্য ইজল’ ছবিটি দিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এরপর তার নির্মিত প্রায় প্রতিটি ছবিই প্রশংসা কুড়ায় বিশ্বজুড়ে।
বাংলাদেশ সময়: ৪:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed