বিবিএনিউজ.নেট | ০৫ জানুয়ারি ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ
বিজপার্ক ভেঞ্চার লিমিটেড, একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর প্রধান উদ্দেশ্য, বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রিকে নতুন বিপ্লব এনে দেয়া। এর সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে chalkpencil.com, stationeryboxbd.com, eventboxbd.com.
রাজধানীর একটি হোটেলে জাঁকজমক পূর্ণ ভাবে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো ইউথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান, অভিনেতা আজম খান এবং লা টিম বির ব্যবস্থাপনা পরিচালক শায়লিন জামান আকবর। ইভেন্টটি পরিচালনা করেন বিজপার্কের ব্যবস্থাপনা পরিচালক সাইফ আল দ্বীন ফারাবী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাহেদুর রহমান। পরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে হাউজ # ১/এ, রোড # ২/এ, ব্লক- জে, বারিধারা, ঢাকা ১২১৩।
বাংলাদেশ সময়: ৩:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed