৩য় রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ স্থাপনে জমি ইজারা দেবে ৪১ প্রতিষ্ঠান

    বিবিএ নিউজ.নেট | ১৬ মার্চ ২০২১ | ৪:২৪ অপরাহ্ণ

    বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ স্থাপনে জমি ইজারা দেবে ৪১ প্রতিষ্ঠান
    apps

    বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ‘বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ’ স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ’র সঙ্গে ৪১টি প্রতিষ্ঠানের জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সমুদ্রের তীরে ইকোনমিক জোন স্থাপনে পাক সমীক্ষা জরিপ বিষয়ে বেজা ও বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

    গত ১৫ মার্চ সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সআিব হেলালুদ্দীন আহমদ, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জাপানের রাষ্ট্রদূত এইচ ই নাওকি ইতো, জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

    অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনেতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ২৫ বছরের মধ্যে ১০০টি অর্থনেতিক অঞ্চল প্রতিষ্ঠা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি এবং আগামী ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৬০ বিলিয়ন ডলার রফতানির প্রত্যাশা নিয়ে অর্থনেতিক অঞ্চলের কাজ বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। ইতোমধ্যে সেখানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত হয়েছে। এ শিল্পনগরে শেখ হাসিনা সরণি নির্মাণ, সুপার ডাইক (সুদীর্ঘ উঁচু বাঁধ) নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, বিদ্যুৎ সরবরাহের কাজ শেষ হয়েছে।
    সেখানে ১৩টি শিল্প নির্মাণের কাজ চলমান এবং আরও ১৫টি প্রতিষ্ঠান শিল্প নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। এটা নির্মাণ হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এরই ধারাবাহিতায় বেজা-বিজিএমইএর মধ্যে বিশেষায়িত গার্মেন্টস ভিলেজ স্থাপনে ৪১টি প্রতিষ্ঠানের ২৩৯ একর জমির ইজারা চুক্তি স্বাক্ষর হলো।


    ড. আহমদ কায়কাউস বলেন, এই উদ্যোগের ফলে বিজিএমই ও বেজার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় হবে। ভবিষ্যতে এ গার্মেন্টস ভিলেজের সফল বাস্তবায়ন এবং বিজিএমই একসঙ্গে কাজ করতে পরিকল্পিত শিল্প বাস্তবায়নের পথ সুগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ বেজা ও বিজিএমইএর অন্যতম সফলতা। জাইকার উদ্যোগ বঙ্গবন্ধু শিল্প নগরী জাপানিজ বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি