বিবিএ নিউজ.নেট | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 217 বার পঠিত
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১৯ ডিসেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘কেউ যদি প্রকৃত দেশপ্রেমিক হতে চায়, তাহলে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই বীমা শিল্পের উন্নয়নে অবদান রাখার জন্য প্রত্যেককে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আর এভাবেই আমরা সুখি-সমৃদ্ধ ও অর্থনীতিতে শক্তিশালী একটি দেশে পরিণত হবো।
তিনি আরও বলেন, ‘বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি এবং মহাকালের মহানায়কের জন্মশত বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ বাক্য আমাদের পাঠ করিয়েছেন তা আমাদের হৃদয়ে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন-আইডিআরএ’র কর্মকর্তা মো. আবু মাহমুদ, পরিচালক মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক এসএম শাকিল আখতার ও হারুন-অর-রশিদ, সদস্য মো. দলিল উদ্দিন ও মইনুল ইসলাম। এ সময় আইডিআরএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy