বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 707 বার পঠিত
সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোহাম্মদ মেজবাহউদ্দিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ অর্জন করেন। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
মোহাম্মদ মেজবাহউদ্দিন জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পর্যায়ক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প গভর্নর, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) নির্বাহী পরিচালক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) চেয়ারম্যান এবং সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed