বিবিএ নিউজ.নেট | ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৫০ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনির্বায কারণে স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পর্ষদ সভা গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৫৩ লাখ টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১০৬ কোটি ৭১ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১২:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy