বিবিএনিউজ.নেট | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | 383 বার পঠিত
বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফিন্যান্স) সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিডি ফিন্যান্স। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৭৭ পয়সা।
এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সম্মিলিত ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময় সম্মিলিত ইপিএস ছিল ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৯ পয়সা।
২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বিডি ফিন্যান্স। ২০১৬, ২০১৫ ও ২০১৩ হিসাব বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৪ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বিডি ফিন্যান্স শেয়ারের সর্বশেষ দর ছিল ৮ টাকা ২০ পয়সা। সমাপনী দর ছিল ৮ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭ টাকা ৪০ পয়সা ও ২১ টাকা ৭০ পয়সা।
২০০৭ সালে শেয়ারবাজারে আসা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৫৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮৭ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬০৮। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৩২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৪ দশমিক ৭৬, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৪২ দশমিক ৮৬।
Posted ৩:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed