| শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৫-১৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে ৪ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তাওফিকা ফুডস এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড। এই ৪ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৮.১৪ শতাংশ দর বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৬.৬৬ শতাংশ।
ডিএসইর গেইনারের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আলোচ্য সপ্তাহে প্রতিষ্ঠানটির ইউনিট দর ১৭.৫৭ শতাংশ বেড়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ২০.৮৩ শতাংশ।
ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে তাওফিকা ফুডস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১২.২৫ শতাংশ বেড়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৪৭ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকায় দশম স্থানে অবস্থান করছে বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.৬৭ শতাংশ বেড়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮.৪৯ শতাংশ বেড়েছে।
Posted ৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan