শুক্রবার ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিদায়ী সপ্তাহে ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

  |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   55 বার পঠিত

বিদায়ী সপ্তাহে ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে মাত্র একদিন সূচক বেড়েছে। গত সপ্তাহে দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৮.২১ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬.৬৯ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৯.২৯ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬.৫৬ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ১০.০৬ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৪.৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪০ পয়েন্ট বা ২.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫.৩৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৭টি, কমেছে ৩২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ কোটি ৬০ লাখ ৮০ হাজার শেয়ার ৭ লাখ ৬৫ হাজার ২৬৪বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১২ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৫২ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা বা ৪৪.৫৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৭৬৪ কোটি ১ লাখ ১০ হাজার টাকা বা ০.৯৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২৮.৭৬ পয়েন্ট বা ২.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৫.৭৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৪৪.৯০ পয়েন্ট বা ২.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১.৯২ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৪.৬৭ পয়েন্ট বা ২.১৫ শতাংশ এবং সিএসআই সূচক ২৮.১১ পয়েন্ট বা ২.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১২২.৬৫ পয়েন্টে এবং এক হাজার ৪০.২৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩৪.৯১ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১১৮.৮০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪৫টি, কমেছে ২৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৩৮৭ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ২৩৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩২ কোটি ৯৮ লাখ ৯ হাজার ১৫৩ টাকা বা ৬৭.৮৭ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।