| শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (০৫-০৯ মে) আরও উন্নতি হয়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৪ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৫.৬৫ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০.১৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩২.৪৩ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৭.৩৮ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭.৮৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৮.০৯ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯.৫৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২৪০টি, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩ কোটি ১ লাখ ৪০ হাজার শেয়ার ১১ লাখ ১০ হাজার ৪৪৮বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৮০২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা বা ৭০.০৮ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৩৫ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা বা ০.১৭ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.৪৭ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩১.৮৬ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১০৭.০২ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭১.৫২ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৫.৬৩ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ এবং সিএসআই সূচক ১১.২৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৪৩.৬১ পয়েন্টে এবং এক হাজার ৬৭.৮৬ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ৭১.৯৫ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩১.৫১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২০২টি, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৭২২ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৮৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৪৫ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৫৪ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৮৭৭ টাকা বা ৮৪.১৩ শতাংশ বেড়েছে।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan