• বিদায়ী বছরে ৯৭৯ কোটি টাকার পরিচালন মুনাফা জনতা ব্যাংকের

    বিবিএনিউজ.নেট | ১১ মে ২০১৯ | ২:২৯ অপরাহ্ণ

    বিদায়ী বছরে ৯৭৯ কোটি টাকার পরিচালন মুনাফা জনতা ব্যাংকের
    apps

    ২০১৮ সালে মোট ৯৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে জনতা ব্যাংক। বছর শেষে ব্যাংকটির মোট সম্পদ উন্নীত হয়েছে ৮৬ হাজার ৬৬৮ কোটি টাকায়। ২০১৭ সালের তুলনায় এ সময় ব্যাংকটির সম্পদ বেড়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ বা ৬ হাজার ৬৯ কোটি টাকার। বুধবার অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির দ্বাদশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য তুলে ধরা হয়।

    জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক, জনতা ব্যাংকের পরিচালক খন্দকার সাবেরা ইসলাম, মসিহ্ মালিক চৌধুরী, একে ফজলুল আহাদ, মোহাম্মদ আবুল কাশেম, অজিত কুমার পাল, মেশকাত আহমেদ চৌধুরী, একেএম শামছুল আলম ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ অংশগ্রহণ করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, মো. ফজলুল হক, মো. জিকরুল হক, মো. তাজুল ইসলাম, কোম্পানি সচিব হোসেন ইয়াহ্ইয়া চৌধুরী, সিএফও একেএম শরীয়ত উল্যাহসহ ব্যাংকের মহাব্যবস্থাপকরাও এ সময় উপস্থিত ছিলেন।

    Progoti-Insurance-AAA.jpg

    সভাপতির বক্তব্যে লুনা সামসুদ্দোহা বলেন, জনতা ব্যাংক দেশের উন্নয়ন-অগ্রগতির গর্বিত অংশীদার। কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই জনতা ব্যাংক আর্থসামাজিক উন্নয়নসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের যেসব কাজ আমরা বিনা ফিতে করি, তার আর্থিক মূল্যমান প্রায় ৬২৫ কোটি টাকা। এসব দায়িত্ব পালন সত্ত্বেও জনতা ব্যাংক ২০১৮ সালে ৯৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।

    তিনি বলেন, ব্যাংকের সব শাখাকে এরই মধ্যে কোর ব্যাংকিং সলিউশনের (সিবিএস) আওতায় আনা হয়েছে। নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আমরা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্পৃক্ত করে জনতা ব্যাংককে গড়ে তোলা হচ্ছে।


    সভায় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, ২০১৮ সালে শ্রেণীকৃত ঋণের পরিমাণ বৃদ্ধি, সরকারের নির্দেশনা অনুযায়ী ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনা ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কঠোর অনুশাসনের ফলে জনতা ব্যাংক অধিকাংশ গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক সূচকে ইতিবাচক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। এ সাফল্যের মূলে রয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদের যথাযথ নীতিনির্ধারণ, সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ, তদারকি, বলিষ্ঠ নেতৃত্ব এবং সব স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টা।

    চলতি বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করে তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত অ্যাকশন প্ল্যান-২০১৯-এর কার্যকর বাস্তবায়নসহ ইতিবাচক মানসিকতা ও যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে জনতা ব্যাংক ২০১৯ সালে প্রত্যাশিত সাফল্য অর্জনে সক্ষম হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি