নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট | 60 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- এমারেল্ড অয়েল, সোনালী আঁশ এবং রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) এবং তিন প্রান্তিকের (জুলাই’২২-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এমারেল্ড অয়েল: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ২০ পয়সা দায়।
সোনালী আঁশ: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।
এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১৫ টাকা ৬১ পয়সা।
রিং শাইন: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ৫৯ পয়সা।
এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছরের সময়ে লোকসান ছিল ৯৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা দায়।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan