ব্যাংক বীমা অর্থনীতি ডট কম | বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 6406 বার পঠিত
বীমা বিধিমালা, ১৯৫৮ এর বিধি-২০(৩) লঙ্ঘনের দায়ে ২৩ টি লাইফ বীমা কোম্পানিকে কারণ দর্শানোর পত্র প্রদান করেছে আইডিআরএ। এছাড়া তথ্য প্রদান না করার কারনে বীমা আইনের সংশ্লিষ্ট বিধান মোতাবেক একটি লাইফ বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তারও ব্যাখ্যা চেয়ে পত্র প্রদান করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে দাখিলকৃত জীবন বীমা কোম্পানিগুলোর ২০১৮ সালের ২য় কোয়ার্টারের পরিসংখ্যানে বীমা বিধিমালা লঙ্ঘনের চিত্র পরিলক্ষিত হওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করেছে দেশের বীমা কোম্পানিগুলোর সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআর এর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) পদের একজন কর্মকর্তার স্বাক্ষরে বীমা বিধিমালা, ১৯৫৮ এর বিধি-২০(৩) লঙ্ঘনের দায়ে ২৪টি বীমা কোম্পানীকে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বীমা বিধিমালা, ১৯৫৮ এর বিধি ২০(৩) এর বিধান মোতাবেক একজন এমপ্লায়ার অব এজেন্ট এর অধীনে ৫ জন সচল এজেন্ট থাকার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বীমাকারী কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের ২য় কোয়ার্টারের পরিসংখ্যান থেকে দেখা যায় যে, নিম্নের সারণিতে বর্ণিত লাইফ বীমাকারীদের একজন এমপ্লয়ার অব এজেন্টের অধীনে ৫ জন সচল এজেন্টের চেয়ে অস্বাভাবিকভাবে কম রয়েছে, যা বীমা বিধিমালা ১৯৫৮ এর বিধি ২০(৩) এর লঙ্ঘন। ফলে বীমাকারীর প্রিমিয়াম সংগ্রহের চেয়ে ব্যয়ের আধিক্য দেখা যায়, যা বীমা গ্রাহকের স্বার্থের পরিপন্থী।
সারণি: লাইফ বীমাকারীর এজেন্ট, এমপ্লায়ার অব এজেন্টদের সংখ্যা:
ক্রমিক
নং |
লাইফ বীমাকারীর নাম | এজেন্টের সংখ্যা (এফএ) | এমপ্লয়ার অব এজেন্ট | অনুপাত (Ratio)
(ইউএম:এফএ) |
০১ | আলফা ইসলামী লাইফ | ১৮১ | ২০১ | ১:০.৯০ |
০২ | বেষ্ট লাইফ | ৭৬৪ | ৭৭৮ | ১:০.৯৮ |
০৩ | চার্টার্ড লাইফ | ১৬৫ | ৫৪ | ১:৩.০৬ |
০৪ | ডায়মন্ড লাইফ | ১০১ | ৫০ | ১:২.০২ |
০৫ | ফারইষ্ট ইসলামী লাইফ | ১০৪৫১৪ | ২৪৭২৪ | ১:৪.২৩ |
০৬ | গোল্ডেন লাইফ | ৬৩৫ | ৪৮৭ | ১:১.৩০ |
০৭ | হোমল্যান্ড লাইফ | ২৮৩২ | ৭০২ | ১:৪.০৩ |
০৮ | যমুনা লাইফ | ১৮৭ | ১১৫ | ১:১.৬৩ |
০৯ | জীবন বীমা কর্পোরেশন | ২২৫৬০ | ১৫৬২৪ | ১:১.৪৪ |
১০ | মেঘনা লাইফ | ১৬০৩৫ | ১৬.৩৫ | ১:১.১৮ |
১১ | মার্কেন্টাইল ইসলামী লাইফ | ৪৫৬ | ২৩৫ | ১:১.৯৪ |
১২ | ন্যাশনাল লাইফ | ২৬৯৩৭ | ১৮৪৩৯ | ১:১.৪৬ |
১৩ | পদ্মা ইসলামী লাইফ | ৭৫২৮ | ৩১৫৯ | ১:২.৩৮ |
১৪ | পপুলার লাইফ | ১০৪১০৬ | ৬৯৩২৫ | ১:১.৫০ |
১৫ | প্রগতি লাইফ | ১১৮৫০ | ২৯৫৩ | ১:৪.০১ |
১৬ | প্রাইম ইসলামী লাইফ | ৫৩২১ | ৩১৬৪ | ১:১.৬৮ |
17 | প্রগ্রেসিভ লাইফ | 10315 | 4487 | 1:2.30 |
18 | প্রটেক্টিভ ইসলামী লাইফ | 373 | 230 | 1:1.62 |
19 | রূপালী লাইফ | 6950 | 2000 | 1:3.48 |
20 | সানফ্লাওয়ার লাইফ | 5618 | 2650 | 1:2.12 |
21 | স্বদেশ লাইফ | 12 | 6 | 1:2 |
22 | ট্রাষ্ট ইসলামী লাইফ | 1174 | 347 | 1:3.38 |
23 | জেনিথ ইসলামী লাইফ | 1275 | 415 | 1:3.07 |
বীমা বিধিমালা ১৯৫৮ এর বিধি ২০(৩) এর লঙ্ঘন এর দায়ে বীমা আইনের সংশ্লিষ্ট বিধান মোতাবেক কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষকে অবহিত করতে ৭ দিনের সময় বেধে দিয়ে গত ২ জানুয়ারি এ চিঠি দিয়েছে আইডিআরএ। এছাড়া তথ্য প্রদান না করার কারনে বীমা আইনের সংশ্লিষ্ট বিধান মোতাবেক বায়রা লাইফ ইন্স্যুরেন্স এর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তারও ব্যাখ্যা চেয়ে পত্র প্রদান করা হয়েছে।
Posted ৯:০০ অপরাহ্ণ | বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed