• বিনিয়োগকারীদের সতর্ক করলো দুই কোম্পানি

    বিবিএনিউজ.নেট | ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ

    বিনিয়োগকারীদের সতর্ক করলো দুই কোম্পানি
    apps

    ছয় কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার শেয়ার দাম বেড়েছে ১৬ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দাম বেড়েছে ৩০ টাকা। প্রতিষ্ঠান দুটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে খোদ কোম্পানি কর্তৃপক্ষ।

    এ জন্য মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের সতর্ক করেছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ।

    Progoti-Insurance-AAA.jpg

    বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাই গুজবে কান না দিয়ে কোম্পানির ফান্ডামেন্টাল অবস্থা, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং দামের অবস্থান বিবেচনা করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে কোম্পানি দুটি।

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি ওরিয়ন ফার্মার প্রতিটি শেয়ার দাম ছিল ২৮ টাকা। যা টানা বেড়ে ১৭ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়ায় ৪৪ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ টাকা।


    ডিএসইর তথ্য অনুযায়ী, ২৩৪ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির শেয়ার সংখ্যা ২৩ কোটি ৪০ লাখ। এর মধ্যে ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ১৩ শতাংশ এবং বিদেশিদের কাছে ১ দশমিক ৮৫ শতাংশ শেয়ার আছে।

    অপর কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ার দাম গত ৯ ফেব্রুয়ারি ছিল ৫৪ টাকা। যা টানা বেড়ে ১৭ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়ায় ৮৪ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩০ টাকা।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ২০ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির শেয়ার সংখ্যা দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি। এর মধ্যে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে।

    বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪০ দশমিক ১০ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ২০ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার আছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি