
বিবিএনিউজ.নেট | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 355 বার পঠিত
দেশের পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত ২১ কোম্পানির আর্থিক অবস্থার উন্নয়নে উপযুক্ত ‘কর্মপরিকল্পনা’ দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একইসঙ্গে আর্থিক অবস্থার তথ্য অনুসন্ধানের জন্য কোম্পানিগুলোর আরও ১১টির বিষয়ে তথ্য চেয়ে পরিচালনা পর্ষদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে শুনানির জন্য তলব করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। ওটিসির ২১টি কোম্পানির পরিচালনা পর্ষদসহ ব্যবস্থাপনা পরিচালককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলেও জানা যায়।
২০০৯ সাল থেকে কোম্পানিগুলো উভয় স্টক এক্সচেঞ্জের ওটিসি প্লাটফর্মে তালিকাভুক্ত রয়েছে। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকা সত্তে¡ও কোম্পানিগুলো সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না এবং প্রতিনিয়তই আইন লঙ্ঘন করে যাচ্ছে। এ দীর্ঘসময়ের মধ্যে কোম্পানিগুলোর আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ওটিসির কোম্পানিগুলোতে বিনিয়োগ করে দীর্ঘদিন ধরে কোনো মুনাফা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। কখনও কখনও এসব কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা সর্বস্ব খুইয়েছেন। ফলে এ পরিস্থিতি বিনিয়োগকারীদের স্বার্থহানিকর। বিষয়টি উপলব্ধি করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সঠিক কাজ করেছে। এ ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া হোক।
সিকিউরিটিজ অ্যান্ড অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ১১(২) অনুযায়ী কোম্পানিগুলোকে পরিচালনা পর্ষদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে বিভিন্ন দিনে শুনানির জন্য বিএসইসিতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। এটি অবশ্যই সঠিক কাজ।
এছাড়া কোম্পানিগুলোর কাছে যে ১১টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এর আগে উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত ২১ কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষা করার নির্দেশনা দিয়েছে বিএসইসি। একইসঙ্গে ওটিসির আরও ৪৩ কোম্পানির বিষয়ে সার্বিক প্রতিবেদন তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ডিএসইর ওটিসি মার্কেটে রয়েছে ৬৪টি ও সিএসইর ওটিসি মার্কেটে ৪৯টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ আটকে পড়েছে। পুঁজিবাজারের স্বার্থেই বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়টি বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি।
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed