বিবিএনিউজ.নেট | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 322 বার পঠিত
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে সম্প্রতি সচিব পদমর্যাদায় (গ্রেড-১) যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী।
মো. এহছানে এলাহী পরিকল্পনা মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক এবং রাজউকের সচিব ও পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।
মো. এহছানে এলাহী বিসিআইসিতে যোগ দেয়ার আগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৯১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেয়ার পর মাঠপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসিসহ (সম্মান) এমএসসি পাস করেন। ২০০৫-০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন দেশে প্রশিক্ষণ কোর্স ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed